- OS: Android V15
- Storage/ROM: 256GB
- RAM: 8GB
- Main Camera: 50+5MP
- Front Camera: 8MP.
- Display: 6.72" 1080x2400P
- Battery: Li-Po 5200 mAh
মটোরোলা মটো জি১৫ বাংলা রিভিউ:
মটোরোলা মটো জি১৫ মোবাইলটি বাংলাদেশের জন্য একদম ভালো মানের একটা ফোন। ফোনটির ব্যাটারি পাওয়ার আর অন্যান্য ফাংশনের জন্য অন্য ফোন থেকে এটি একদম আলাদা। এই ফোনটির ৬.৭২ ইঞ্চি ডিসপ্লেতে রয়েছে FHD+ LCD ডিসপ্লে, আর ডিসপ্লে রেজুলেশন ১০৮০×২৪০০ প্রিক্সেল।
এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G81 Extreme. তাছাড়া ফোনটিতে ডুয়াল ক্যামের ব্যবহার করা হয়েছে যার মেইন ক্যামেরাতে রয়েছে ৫omp আর ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ৫Mp ক্যামেরা। ৫২০০mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফোনটিতে সাথে ১৮W ওয়াটের টারবো ফাস্ট চার্জিং চার্জার।মটোরোলা মটো ৮জিবি র্যাম আর ফোনের ভেতর ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে যার বাজার মূল ধরা হয়েছে ১৮,০০০টাকা( বাংলাদেশী)
motorola moto G15 Specification Bangla
🚩সাধারন
---------------
- ব্রান্ড : Motorola
- মডেল: Moto G15
- ডিভাইস টাইপ: স্মার্টফোন
- রিলিজ ডেট: ১০ জানুযারী ২০১৫
🛠️হার্ডওয়্যার ও সফটও্যার
------------------------------------
- OS:অ্যান্ড্রয়েড
- OS Version: V15
- প্রসেসর: Mediatek Helio G81 Extreme
- সিপিইউঃ Octa-core (2x2.0 GHz Cortex-A7586×2.77 GHz Cortex-A55)
- cpu core: ৮ core.
- GPU: Mail-G52 mc2.
📱ডিসপ্লে
------------
- ডিসপ্লে টাইপঃ IPS LED
- স্কিন সাইজ: ৬.৭২ ইন্ধি
- রেজুলেশন: ১০৮০×২800 px
- স্কিন প্রটেকশনঃ Gorrila Glass 3
📷কামেরা
--------------
- মেইন ক্যামেরাঃ ৫omp, f1/৪ ওমইড অ্যাংগো, SMP, f/2.4, আল্ট্রা ওয়াইড ম্যাংগেল ক্যামেরা।
- ইমেজ রেজুলেশন: ৮১৫০*৬১৫০ Pix.
- জুম: ডিজিটাল জুম
- ভিডিও রেকর্ডিং: ১৯২০*১০৮০ pix
- ফ্রন্ট ক্যামেরা: ৮mp, f/2.0 ওয়াইড অ্যাংগেল।
- ভিডিও রেকর্ডিং: ১২৯২০০2050 Pix
💹ডিজাইন
----------------
- ওজন: ১২৮ গ্রাম
- কার্লার:
- Iquana Green
- Gravity Grey
- Sea Bive
- Sunrise orange
- Glacien Blue
🔋ব্যাটারি
-------------
- ব্যাটারি টাইপ: লিথিয়াম পলিমার
- ক্যাপাসিটি: ৫২০০ mAh.
- চাজার : 26W
- ইউএসবি: USB Type-C२.०
📶নেটওয়ার্ক এবং কান্টেক্টভিটি
------------------------------------------
- নেটওর্য়াক: 2G, 3G, 4G.
- সিম স্লট: ডুয়াল সিম
- সিম সাইজ: ২টি সিম ন্যানো।
- GPRS : হ্যা, আছে
- ব্লুটুথ ভার্সন: V5.0
মটোরোলা জি১৫ সর্ম্পকে প্রায়ই জিঙ্গাসিত প্রশ্নঃ
Q: মটোরোলা কী বাংলাদেশে অফিশিয়াল?
A: হ্যাঁ, মটোরোলা বাংলাদেশে অফিশিয়াল ফোন বিক্রি করে।
Q: মটোরোলা জি১৫ কবে মুক্তি পায়?
A: Moto G15 ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায়।
Q. ভারতে moto g15 power এর দাম কত?
A: ৬জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১২.৯৯৯ রুপি।
Q: বাংলাদেশে moto g15 দাম কত?
A: বর্তমানে ফোনটির দাম ১৮,০০০ টাকা
সুবিধাঃ
- শক্তিশালী প্রসেসর Mediatek Heilo G81 Extreme (12nm).
- ডিভাইটি NFC সমৃদ্ব অথ্যাৎ ডিভাইসটি NFC সার্পোটেড।
- ডিসপ্লে রিফ্রেশ রেট ৬০Hz.
- IP54 স্পালিশ ওয়াটারপ্রুফ রয়েছে ডিভাইসটিতে।
মটোরোলা অফিশিয়াল ফোন বাংলাদেশে বিক্রি করে কিন্তু বেশিরভাগ মার্কেটে মটোরোলার আনঅফিশিয়াল কোন থাকে। তাই কেনার আগে IMEI চেক করে নেওয়া ভালো।
উপসংহারঃ
যে ধরনের ফোন কিনেন না কেন সবার আগে ফোনের কম্পানি, মডেল আর ফোনের Specification দেখে নিন। বর্তমানে ৬জিবি বা ৮জিবি ভ্যারিয়েন্ট র্যাম ও ১২৮ জিবি বা ২৫৬ জিবি স্টোরেজ এই ফোন গুলো কিনতে পারেন। আরও একটি ফিচার দেখে কিনবেন তাহলো আপনার ফোন ৫জি সার্পোর্টেড কিনা। বর্তমানে অনেক দেশে ৫জি সেবা চালু হয়েছে। ফোন কিনার আগে আপনার ফোন অফিশিয়াল কিনা তা দেখে নিন।
This Phone is very very Good
ReplyDeleteHiiii
ReplyDelete