আগামীকাল এসএসসি ও সমমানের পরিক্ষার রেজাল্ট দিবে শিক্ষা মন্ত্রণালয়। দুপুর ১টার পর সবাই তার মোবাইল মেছেজ বা অ্যাপ অথবা শিক্ষামন্তলায় শিশস্ত্রনালয় এর নিজস্ব ওয়েবসাইট থেকে রোল ও রেজি:  নাম্বার প্রদানের মাধ্যমে বেজাল্ট দেখা যাবে।




রেজাল্ট দেখার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি: 


১. ধৈর্য ধরা: রেজাল্টের দিন ওয়েবসাইট বা অ্যাপের সার্ভার ব্যস্থ থাকে। তাই এই সময় ধৈর্য ধরাই উত্তম কাজ।


২. সঠিক তথ্য প্রদানঃ রোল ও রেজিঃ নাম্বার প্রদানের সময় লক্ষ্য রাখা যেন ভুল না হয়।


৩. প্রতারণা থেকে সাবধান: শুধুমাত্র সরকাবি ওয়েবসাইট ও মোবাইল মেছেজ ব্যবহার করা।



SSC রেজাল্ট দেখার নিয়ম ২০২৫


SSC Result ২০২৫ প্রকাশিত হলে বিভিন্নভাবে

তা দেখা যাবে।


১. অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম:


  • ওয়েবসাইটের লিংকঃ https://www.educationboardresults.gov.bd/ অথবা https://eboardresults.com আপনি উপরের যেকোন একটি ওয়েবসাইট ব্যবহার করে রেজাল্ট দেখতে পারেন।

  • মোবাইল অ্যাপ: BD Result নামে একটি  মোবাইল অ্যাপ আছে এটি ব্যবহার করতে পারেন।
  • যা যা লাগবে: রোল, রেজিঃ নাম্বার, পরিক্ষার বছর।



২. এসএমএসের মাধ্যমে SSC রেজাল্ট


Type SSC<বোর্ডের নামের তিন অক্ষর <রোল>

2025


উদা: SSC DHA 182424 2025 পাঠাতে হবে 16222 নাম্বারে।



বোর্ডের সংক্ষিপ্ত নামসমূহঃ

  • ঢাকা বোর্ড : DHA
  • চট্টগ্রাম বোর্ড :  CHI
  • কুমিল্লা বোর্ড : cum
  • রাজশাহী বোর্ড: RAJ
  • যশোর বোর্ড: JES
  • বরিশাল বোর্ড: BAR
  • সিলেট বোর্ড: SYL
  • দিনাজপুর বোর্ড: DIN
  • ময়মনসিংহ বোর্ড: MYM


সাধারণ প্রশ্ন ও উত্তর: 


Q:SSC রেজাল্ট সঠিক কখন প্লাবলিস করা হয়।

A: আপনার যদি Teletalk সিম থাকে তাহলে ১০/১১ টায় sms এর মাধ্যমে দেখতে পারবেন অন্যথায় ১২:৩০ বা ১টার পর দেখতে পারবেন।


Q: রেজাল্ট দেখতে কত টাকা লাগে?

A: অনলাইনে ফ্রি, এসএমএসে ২.৫০ টাকা প্রতি মেছেজে।


Q: বিভিন্ন ফ্রেসবুক গ্রুপে বা পেজে কি রেজাল্ট দেখা যায়?

A: না। তারা শুধু পেইজের রিচ বাড়ানোর জন্য কাজ করে থাকে।

Leave a Comment