WELLCOME TO BACK

H

ello Everyone. I Hope You are Well,I Am well To Come a Diferent Post.So Let’s go..

অনলাইনে টাকা ইনকাম করার সেরা ১০ উপায়
টাকা ইনকাম করার সেরা ১০ উপায়


অনলাইনে টাকা ইনকাম করার অনেক উপায় আছে।আজ আমি সেরা ১০ উপায় নিয়ে আলোচনা করবো।যেখানে আপনি এই উপায়গুলি জেনে সঠিক নিয়মে কাজ করলে কিছু টাকা ইনকাম করতে পারবেন।সেরা ১০ উপায়ের মধ্যে রয়েছে ফ্রেসবুক থেকে ইনকাম,ওয়েবসাইট থেকে ইনকাম,ইউটিউব থেকে ইনকাম, অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম।আজ আমি উপরের সবগুলো নিয়ে কথা বলবো যাতে করে আপনারা বুঝতে পারেন, কোন পদ্ধতিতে কাজ করলে আপনি এই সেক্টরে সফল হবেন।


ফ্রেসবুক থেকে ইনকাম:


Earn by Facebook

বর্তমানে অনেকেই ফ্রেসবুক থেকে টাকা ইনকাম করে সাবলম্বি হচ্ছে।কিন্তু এর পেছনে রয়েছে অনেক সাধনা ও শ্রম। আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন আপনি যদি নিয়মতি কাজ না করেন তাহলে কোনভাবেই টাকা ইনকাম করতে পারবেন না।তাই কাজের কোন বিকল্প নেই।নিচে ফ্রেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন তা দেওয়া হলো:


১। ফ্রেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনার প্রথমে একটি ফ্রেসবুক পেইজ খোলে নিতে হবে।প্রেসবুক পেজ খোলার নিয়ম।


Step 1: প্রথমে আপনি আপনার ফ্রেসবুক অপেন করুন।তারপর সর্বডানে তিন ডট থেকে মেসুবারে ক্লিক করুন নিচেে মতো।তারপর Page নামের অপশনে ক্লিক করুন।



তারপর নিচের মতো: Create তে ক্লিক করুন।


তারপর আপনি নিচের যেকোন একটি বেছে নিন। তারপর Public Page এ ক্লিক করুন।



তারপর নিচেে ছবির মতো: পেজের নাম দিন।



তারপর নিচের ছবির মতো।


ফ্রেসবুক পেইজ খোলা হয়ে গেলে আপনি এখন নিয়মিত  Reels, Post and Video আপলোড দিতে থাকেন।মনে রাখবেন আপনি Reels, Post and Video আপলোড দিবেন আপনার নিজের বানানো,অন্য কারো থেকে কপি বা অন্য কারো পেইজ থেকে না এনে।


ফ্রেসবুকের ইনকামের শর্ত হলো,আপনার পেইজের মিনিমাম ১০০০০ ফলোয়ার ও ৪০০০০ হাজার ওয়াচ টাইম লাগবো,যা দ্বারা আপনি মেটা কম্পানির ইনকামের শর্ত পূরণ করবেন।তারাপর আপনার পেইজটি ইনকামের সকল শর্ত পূরণ করলে যখন আপনার ভিডিওতে অ্যাড দেখানো শুরু করবে, তখন ইনকাম শুরু হবে আপনার।



ইউটিউব থেকে ইনকাম :





বিশ্বের সবচেয়ে বেশি ভিডিও শিয়ারিং মাধ্যম হিসেবে ইউটিউব কে চিনে মানুষ।শুধু তাই নয়,ভিডিও শিয়ারের মাধ্যমে কনটেন্ট নির্মাতারা ইনকামও করতে পারে।ভিডিও শিয়ার করে মানুষ এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এই ইউটিউবের মাধ্যমে। একজন ভিডিও নির্মাতা যখন ভিডিও বানায়,তখন তা খুব ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে,যা দেখে মানুষ চ্যানেলটি Subscribe করে।এতে করে কনটেন্ট নির্মাতা ইনকামের পাশাপাশি একটা রিওর্য়াড পায়।



ইউটিউব চ্যানেল খোলার নিয়ম:


ইউটিউব চ্যানেল খোলার জন্য একটি জিমেইল প্রয়োজন।নিচের ধাপগুলো অনুসরণ করে একটি ইউটিউব চ্যানেল খুলি নিন।


প্রথমে আপনি একটি জিমেইল লগইন দিয়ে নিবেন।তারপর Setting ক্লিক করবেন।



তারপর নিচের ছবির মতো Create New Channel ক্লিক করুন


তারপর নিচের ছবির মতো Profile Pictures, Name and Handle দিয়ে একটি Youtube চ্যানেল খুলে ফেলুন




ইউটিউব চ্যানেল খোলার পর আপনি ভিডিও আপলোডের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এতে কিছু শর্ত আছে যা আপনাকে পূরণ করতে হবে।


১। ইউটিউব ইনকামের জন্য আপনার চ্যানেলে ১০০০ Subcribe ও ৪০০০ ঘন্টা ওয়াচটাইম পূরণ করতে হবো।


২। Shorts ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেল ইনকামের আওতাভুক্ত হতে পারে।তার জন্য আপনার Shorts ভিউ ১০ মিলিয়ন হতে হবে ৯০দিন।



উপরুক্ত ২ টি থেকে যেকোন একটি শর্ত পূরণের মাধ্যমেই আপনার চ্যানেল ইনকামের আওতাভুক্ত হবে।




ওয়েবসাইট থেকে ইনকাম :




আজকাল অনেকেই ওয়েবসাইট থেকে টাকা করছে।বাংলা,ইংরেজি বা অন্য যেকোন ভাষায় স্পষ্ট লিখে কোন কিছু বুঝানোর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন আপনিও।আপনি যদি নিজের ভাষার লিখে ইনকাম করতে চান তাহলে একটি ওয়েবসাইট খুলে ফেলুন আর শুরু করে দিন লিখালিখি।


ওয়েবসাইট থেকে ইনকাম উপায় :


১)  Google Adsense এর মাধ্যমে ইনকাম

২) অন্য যেকোন Adnetwork ব্যবহান করে ইনকাম

৩) অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম 

৪)ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম 



১)  Google Adsense এর মাধ্যমে ইনকাম:


Google Adsense মাধ্যমে টাকা ইনকাম করতে হলে আপনার একটি ওয়েবসাইট থাকা জরুরি।আপনি নিজের ২০-২৫ টা শিখনীয় টপিের উপর লিখে Google Adsense এর জন্য অ্যাপ্লাই করেন।যদি Google Adsense পেয়ে যান তাহলে আপনার ইনকাম শুরু।



২) অন্য যেকোন Adnetwork ব্যবহান করে ইনকাম


Google Adsense এর জন্য অ্যাপ্লাই করে যদি না পান,তাহলে আপনি অন্য যেকোন  Adnetwork ব্যবহারের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।সবথেকে ব্যবহার করা কিছু Adnetwork এর নাম দেওয়া হলো:

 

কিছু Google Adsense  পরিবর্তে ব্যবহার করতে পারবেন  এমন কিছু Adnetwork


*Media, net

*Ezoic

*Propellersdollar

*Taboola



কিছু BTC সাপোর্ট করে এমন কিছু Adnetwork :

*Adsterra

*A-ads

*Monetag

*wap4dollar



উপসংহার :


উপরুক্ত যেকোন একটি পদ্ধতি ব্যবহার করে আপনি টাকা ইনকাম করেত পারবেন।কিন্তু তার জন্য দরকার্রম ও অনেক ধৈর্য। তাই অধিক পরিশ্রম করুন।সঠিকভাবে কাজ করুন,নিয়মিত কাজ করুন।দেখবেন আপনি একদিন না একদিন সফল হবেন।


THE END

S

o friends, that’s it for today. See you in another post. If you like the post then like and comment. Stay tuned to BdTec24.com for any updates.

Leave a Comment