Live Radio শুনোন বিশ্বের যেকোন দেশের তাও আবার ফ্রিতে🔥





বিশ্বের যেকোন দেশের রেডিও শুনুন একদম বিনামূল্যে। Radio garden দিচ্ছে বিনামূল্যে অনলাইনে রেডিও শোনার এক মজার ওয়েবসাইট। শুধুমাত্র ওয়েবসাইট বা অ্যাপে যেকোন একটি দেশ বাছাই করে ঐদেশের রেডিও শোনা যায়।



কিভাবে Radio.Garden ব্যবহার করে রেডিও শুনবেনঃ 


ওয়েবসাইট বা অ্যাপঃ


 আপনার যেকোন ব্রাউজার থেকে Radio.Garden লিখে ওয়েবসাইটে প্রবেশ করে রেডিও শুনুন। আপনি চাইল Radio.Garden অ্যাপ ডাউনলোড করে রেডিও শুনতে পাবেন।


ম্যাপ বা মানচিত্রঃ


Radio.Garden প্রবেশ করেই একটি মানচিত্র বা ম্যাপ দেখতে পাবেন।সেটিকে আঙ্গল দিয়ে ঘুরিয়ে বিভিন্ন দেশের রেডিও চ্যানেল দেখতে পাবেন।



স্টেশন দেখতে পারবেনঃ


 আপনি ম্যাপটি আগুল দিয়ে ঘুড়ালে বিভিন্ন দেশের রেডিও স্টেশন দেখতে পারবেন। যেকোন এক স্টেশনে ক্লিক করুন।


রেডিও শুনতে পাবেনঃ


যেকোন একটি স্টেশনে ক্লিক করলে আপনি ঐ স্টেশনের রেডিও শুনতে পারবেন।




সুবিধাঃ


⚡কোন বাধা বা সীমা নেইঃ

আপনি বিশ্বের যেকোন প্রান্ত থেকে কোন বাধা ছাড়াই রেডিও শুনতে পারবেন।


🔰ব্যবহারকারী-বান্ধবঃ

এই রেডিও অ্যাপ বা ওয়েবসাইট দেখতে খুব সহজ ইউজার ইন্টারফেস ও মজাদার।



💰সম্পূন্ন বিনামূল্যেঃ 

কোন ডেইলি,মান্থলি বা বার্ষিক কোন সাবক্রিপশন নেই।


📋সাইন আপ বা রেজিঃ 

এই রেডিও ওয়েবসাইট সম্পূর্ন বিনামূল্যে তাই কোন সাইন আপের প্রয়োজন নাই।




নিচে কিছু স্কিনশর্ট দেওয়া হলোঃ








উপসংহারঃ