বর্তমানে TV দেখে না এমন মানুষ খুজে পাওয়া দুস্কর। অনলাইনে ইন্টারনেটের পর যোগাযোগের বা কোন স্থানের অবস্থা  জানার অন্যতম মাধ্যম হলের টিভি। বিনোদন থেকে শুরু করে নাটক, মুভি, লাইফস্টাইল, নিউজ, এমনকি লাইভ স্পোর্টস দেখা যায় এই টিভিতে। তাছাড়া টিভিতে যখন মুভি চলে তার নিচে দিক দিয়ে নিউজ হেডলাইনগুলো আমাদের প্রতি ঘণ্টার বিভিন্ন স্থানের খবরাখবর দিয়ে থাকে।




তো আজকে আমি এমন একটি ট্রিক শিয়ার করবো, যা দিয়ে আপনি বিশ্বের যেকোন দেশের লাইভ টিভি দেখতে পারবেন তাও আবার কোন প্রকার অ্যাপস ডাউনলোড না করেই। এই হলো একটি ওয়েবসাইট, আপনি চাইলে তাদের অফিশিয়াল অ্যাপস আছে সেটিও ব্যবহার করতে পারেন।এই ওয়েবসাইটে  আপনি অনেক ক্যাটাগরির টিভি চ্যানেল  দেখতে পারবেন। যেমন, movie, music, kids, Family, lifestyle, Sports, News, Science, weatherসহ ১৩০টির বেশি দেশের টিভি চ্যানেল।


নিচের লিংক থেকে টিভি ওয়েবসাইটে প্রবেশ করুন



নিচে থেকে কিছু স্কিনসট দেখে নিন:


  • প্রথমে আপনি ওয়েবসাইটে প্রবেশ করলে নিচের মতো দেখাবে। উপরের দিকে ওয়েবসাইট  লগো, একটি সার্চবার দেখাবে। নিচের দিকে Select a country তে ক্লিক করুন।



  • Select a country তে ক্লিক করার পর আপনাকে অনেক দেশের নাম দেখাবে। আপনি যে দেশের টিভি দেখতে চান সে দেশের উপর ক্লিক করুন।



  • উপরে যেকোন Country মতো তে ক্লিক করলে নিচের ঔদেশের অনেকগুলো টিভি চ্যানেল দেখাবে। তাছাড়া আরো বিশেষ কিছু  ফিচার দেখতে পারবেন যেমন, যে দেশের নামে ক্লিক করবেন ঐ দেশের নাম, সাথে ঐদেশের রাজধানী আর ঐদেশের লোকাল টাইম  সামনে দেখাবে।নিচের ছবি আর মতঃ



  1. তারপর যেকোন একটি টিভি চ্যানেলে ক্লিক করলে, আপনি ঐটিভি চ্যানেল খুব সহজেই দেখতে পারবেন।




  •  এই টিভি ওয়েবসাইটের বামে তিনডট রয়েছে। যেটিতে আপনি Favourite অপশন পাবেন, এই Favorite অপশনে আপনি আপনার প্রিয় চ্যানেল গুলো Add করে যেকোন সময় দেখতে পারেন।




  1. তার একটু নিচেই Explore দেখতে পারবেন। Explore এর নিচে রয়েছে আপনার Channel Category. এই Category থেকে দেখতে পারবেনঃ Top News,Music,Sports,Car,Auto,Entertainment,Movie,Business,Cooking,Culture,Education,Family,Kids Channel,Cartoons,Fishing Channel, আরও অনেক চ্যানেল ।




Tv Garden Application in Google Playstore:





Application info:


  • APP Name: TV Garden

  • Version: 1.01

  • Upload Date:  28, 2025

  • Downloads: 10,000+

  • Size 20.75 MB

  • Required os: Android 7.0 and up

  • offered by: fannia apps

  • Released on: Sep 28, 2025


অ্যাপ ফিচার:-


🎬ভিডিও ফরমেট: 

এই Tv Garden অ্যাপে রয়েছে বিভিন্ন ভিডিও ফরেমট। যেমন, DASH, HLS, MP4, . আপনি চাইলে বিভিন্ন ফরমেট বাছাই করে ভিডিও দেখতে পারবেন।



⭐️বাফারবীহিন ভিডিও:

এই অ্যাপে আপনি Bufferless ফ্রি ভিডিও দেখার নতুন এক অভিজ্ঞতা নিতে পারবেন।


🖼️Picture in  Picture Mode: 

এই ফ্রি টিভি অ্যাপে (PiP) মোড রয়েছে। যেটির মাধ্যমে আপনার প্রিয় চ্যানেল Picture in picture মোড করে দেখতে পারবেন।



🎞️চ্যানেল CAST সুবিধা:

আপনি চাইলে পছন্দের টিভি চ্যানেলটি খুব সহজেই  Cast অপশন দিয়ে Casting  করতে পারবেন।



🎧অডিও কোয়ালিটি: 

এই টিভি অ্যাপে Music টিভি চ্যানেল থেকে পাবেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি। যা আপনার Music শোনার অভিঙ্গতা আরও বাড়িয়ে দিবে।



📝ফেভারিট লিস্ট: 

১৩০টির বেশি দেশের টিভি চ্যানেল রয়েছে এই টিভি অ্যাপে। এখন আপনি  চাইলে আপনার প্রিয় চ্যানেলটি Favourite লিস্ট করে রাখতে পারেন।



📟ফুল স্কিন সুবিধা:

আপনার টিভি দেখার অভিজ্ঞতা  আরও বাড়িয়ে দিতে এই অ্যাপে রয়েছে Full Serven mode.




কীভাবে ব্যবহার করবেন:


আপনি ২টি মাধ্যমে টিভি গার্ডেন ব্যবহার করতে পারেন। প্রথমটি হলো তাদের নিজিস্ব ওয়েবসাইট ভিজিট করে আর ২য়টি হলো অ্যাপের মাধ্যমে। ওয়েবসাইট  এবং অ্যাপ দুইটির ইন্টারফেস দেখতে প্রায়ই একই।




প্রশনোত্তর:


QTV garden কী সম্পূর্ন ফ্রী? 


A: হ্যা, এইটা ফ্রি


Q: TV garden এ ওয়েবসাইট না অ্যাপ ব্যবহার করবো?


A: আপনি  অ্যাপ বা ওয়েবসাইট দুইটাই ব্যবহার করতে পারেন।


Q: এই টিভিতে কতগুলো চ্যানেল আছে?


A: আনুমানিক ২৫০০+ চ্যানেল।




উপসংহার


টিভির মাধ্যমে আপনি দেশ বিদেশের সংবাদ সহ, বিভিন্ন ভাষার মুভি, কালচারাল প্রোগ্রাম দেখে তাদের সংস্কৃতি বুঝতে পারবেন। তাই টিভি দেখুন সংস্কৃতির লুটুন।



Leave a Comment