নানা জল্পনার মধ্য দিয়ে HSC পরিক্ষা সমাপ্ত হয়েছে। ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরিক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ চুড়ান্তভাবে নির্ধারণ হয়েছে। আগামী, ১৬ অক্টোবর, ২০২৫ সালে সারাদেশে একযোগে এইচএসসির ফল প্রকাশ করবে শিক্ষামন্তালয়।
জানা গেছে, শিক্ষা মন্ত্রালয় সবার অনুমতিতে ১৬ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের একমত হয়েছে। এখন শুধু সবুজ সংকেত পেলেই ১৬ অক্টোবর দেশের সকল শিল্প বোর্ডের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হবে।
#এক নজরে দেখে নিন HSC ও সমমান পরিষ্কার কতজন পরিক্ষার্থী অংশগ্রহন করেছিলেন:
এইদেশে মোট ১১টি শিক্ষাবোর্ড মোট ১২লক্ষ ৫১ হাজার ১১১ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করেছিলো। এর মধ্যে ৬লক্ষ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লক্ষ ৩৩ হাজার ৯৫ জন ছাত্রী।পরিক্ষায় প্রায় ২৭ হাজার পরিক্ষার্থী অনুপস্থিত ছিল।
ঘরে বসেই কীভাবে এইচএসসির পরিক্ষার রেজাল্ট দেখবেন:
ফলাফল প্রকাশের দিন শিক্ষার্থীদের মধ্যে একদিকে যেমন চরম উত্তেজনা থাকে তেমনি থাকে দ্রুত ফল জানার আকাক্খা। ২টি সহজ পঞ্চতিতে জানতে পারবেন আপনার HSC Result 2025.
- মোবাইলে এসএমএস পাঠিয়ে।
- শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে।
এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ
এইচএসসি রেজাল্ট ২টি উপায়ে দেখা যায়।যথা
অনলাইনের মাধ্যমে HSC রেজাল্ট দেখার নিয়ম:
প্রথমে আপনার মোবাইলে যেকোন ব্রাউজার থেকে educationboardresults অথবা eboardresults এ সাইটে প্রবেশ করে, শিক্ষার্থীর রোল, রেজিঃ দিয়ে রেজাল্ট দেখতে পারবেন।
এসএমএস মাধ্যমে রেজাল্ট দেখাঃ
SMS এর মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবেন তা নিচে দেওয়া হলো, HSC < বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর > ২০২৫
উদা: HSC DHA 123456 ২০২৫ পাঠাতে হবে 16222 নাম্বারে।
একনজরে দেখে নিন বিভিন্ন বোর্ডের সংক্ষিপ্ত নাম সমূহঃ
- ঢাকা বোর্ড: DHA
- চট্টগ্রাম বোর্ড: CHI
- কুমিল্লা বোর্ড: COM
- রাজশাহী বোর্ড: RAJ
- যশোর বোর্ড: JES
- বরিশাল বোর্ড: BAR
- সিলেট বোর্ড: SYL
- দিনাজপুর বোর্ড : DIN
- ময়মনসিংহ বোর্ড: MYM
# কখন HSC Result পাবলিশ করা হয়?
আসছে আগামী ১৬, অক্টোবর ২০২৫ সালের এইচএসসি রেজাল্ট পাবলিশ করা হবে বলে জানা গেছে। ওদিন দুপুর ১টার পর শিক্ষা মন্তনালয় অফিশিয়াল ওয়েবসাইটে ও এসএমএসের এর মাধ্যমে রেজাল্ট পাওয়া যাবে।
# রেজাল্ট এর দিন কী কী করণীয়:
- ধৈর্য ধরা: রেজাল্টের দিন সার্ভার ও এসএমএস পেতে দেরি হতে পারে। তাই এই সময় ধৈর্য রাখা ভালো।
- সঠিক তথ্য প্রদানঃ রোল ও রেজিঃ নম্বর প্রদানের সময় খেয়াল রাখা যেন ভুল না হয়।
- প্রতরনা থেকে সাবধানঃ শুধুমাত্র শিক্ষামন্ত্রালয়ের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে রেজাল্ট চেক করুন।
রেজাল্টের পর করনীয়ঃ
- ভালো ফলাফল হলেঃ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দেওয়া।
- আশানুরূপ ফল না হলেঃ হতাশ না হয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া ।
- পূনঃরেজাল্ট যাচাইঃ প্রয়োজনে আবার খাতা পূর্ণমুল্যায়নের জন্য আবেদন করা।
সাধারণ প্রশ্ন ও উত্তরঃ
Q: এসএমএসে রেজাল্ট দেখতে কত টাকা লাগে ?
A: এসএমএসে রেজাল্ট দেখতে ২.৫০ টাকা লাগে।
Q: ফ্রেসবুকে কী রেজাল্ট দেখা যায়?
A. না।
উপসংহারঃ
এইচএসসি রেজাল্ট ২০২৫, নিয়ে কোন ভয় বা উদ্বিঘ্ন না হয়ে ধৈর্য রাখা ভালো। রেজাল্ট যেমনি হোক না কেন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে।যেদিন HSC Result পাবলিশ হবে, সেদিন আনন্দ করবে, কিন্তু ভবিষ্যত পরিকল্পনাও করবে।
Leave a Comment