এনআইডি কার্ড না থাকলে একজন নাগরিক সরকারি বেসরকারি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় যেমন, পাসর্পোট, ড্রাইভিং লাইসেস, ট্রেড লাইসেসহ গুরত্বাপূর্ণ সব ক্ষেত্রেই এখন এনআইডি কার্ড খুবই গুরত্বপূর্ণ বিষয়। তাছাড়া এনআইডি কার্ড ব্যতিত আপনি এদেশের নাগরিক হিসেবে স্বীকৃত হবেন না। দেশের ভেতর ও বাইরে কিছু গুরত্বপূর্ণ কার্যাবলি সম্পূর্ণ হয় এনআইডি কার্ডের মাধ্যমে। মোবাইলের সিম কার্ড, বিকাশ, রকেট ও নগদ অ্যাকাউন্ট খুলতেও এনআইডি কার্ডের প্রয়োজন।
জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করে ছবিও হাতের ছাপ দিয়ে এসেছেন কিন্তু এখনো এনআইডি কার্ড হাতে পান নি, এমন মানুষ আছে। আপনি চাইলে এখনি অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চান। খুব সহজে নিচের ধাপগুলো অনুসরণ করে আপনার জাতীয় পরিচয় পত্রটি ডাউনলোড করুন মাত্র কয়েক মিনিটে।
ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে যা যা প্রয়োজন
জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার জন্য কিছু তথ্যের প্রয়োজন । যা দিয়ে আপনি আপনার ঠিকানা, মোবাইল নাম্বার তথ্যের উপর ভিত্তি করে আপনাকে যাচাই বাছাই পর্ব শেষ করে তারপর আপনাকে একটি অ্যাপস বা ফর্মের মাধ্যমে এনআইডি কার্ড প্রদান করা হয়। এনআইডি কার্ড ডাউনলোড করতে যেসকল তথ্যের প্রয়োজন তা হলো
- NID Number বা ফরম নাম্বার
- জন্ম তারিখ (দিন, মাস, বছর)
- মোবাইল নাম্বার
- ঠিকানা
- এনআইডি কার্ডের মালিক (Face Verification এর জন্য).
উপরে উল্লেখিত ডুকোমেন্টগুলি থাকলে আপনি যেকোন সময় একটি এআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। যেহেতু ফেস ভেরিফিকিশনের এনআইডি কার্ডের মালিক প্রয়োজন তাই যখন আপনি এনসাইডি কার্ড ডাউনলোড করবেন তখন আপনার নিকট এনআইডি কার্ডের মালিক থাকা আবশ্যক।
কীভাবে জাতীয় পরিচয় পত্র অনলাইন থেকে ডাউনলোড করবেন:
জাতীয় পরিচয় পত্রটি ডাউনলোড করার জন্য আপনার হাতের মুঠোয় একটি স্মার্টফোর্ট ও যার এনআইডি ডাউনলোড করবেন, সেই ব্যক্তি সাথে থাকতে হবে।
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য প্রথমে ভিজিট করতে হবে https://services.nidw.gov.bd/ এই ওয়েবসাইটে।
তখন রেজিস্টার বাটনে ক্লিক করে, কিছু ফর্ম দেখতে পারবেন সেখানে ফর্ম নাম্বার অথবা আইডি নাম্বার লিখুন।
ফরম নাম্বার লেখার সময় নাম্বারের আগে NIDFN লিখবেন। জন্ম তারিখের ঘরে জন্ম তারিখ বসিয়ে এবং ভেরিফিকশন নাম্বার লিখে সাবমিট বাটনে ক্লিক করে, পরিবর্তী ধাপে যান।
পরবর্তী ধাপে বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য চাইবে, তা দিন। পরের ধাপে, আপনি যখন আবেদন করেছিলেন তখন আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারে একটি otp Verification মেছেজ যাবে তা দিয়ে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার যেকোন সময় পরিবর্তন করতে পারবেন।
তারপর সবকিছু ঠিক থাকলে এখন আপনাকে ফেস ভেরিফিকশন করতে বলা হবে। এজন্য আপনার ফোনে NID Wallet APP থাকতে হবে।
NID wallet APP অপেন করে ফেস ভেরিফিকশন সম্পন্ন করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার ড্যাশবোর্ড ওপেন করুন। ড্যাশবোর্ড এর নিচের দিকে ডাউনলোড অপশন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করুন।
Leave a Comment