H
ello Everyone. I Hope You are Well,I Am well To Come a Diferent Post.So Let’s go..
বর্তমানে ফ্রেসবুক বা ইন্সটাগ্রাম কোথাও শান্তি পাচাছে না বিরক্তিকর বিঙ্গাপনের জন্য।আপনার ফোনে মনের অজান্তেই চলে আসছে নানা রকম বিঙ্গাপন ও ভিডিও মেছেজ।বিভিন্ন বিঙ্গাপন সংস্থা মোবাইল অপারেটরকে টাকা দিয়ে এই রকম বিঙ্গাপন দিয়ে থাকে,একে মূলত বলে বাল্ক মেছেজ।এই বাল্ক মেচেজ বা বিঙ্গাপন ব্যবহারকারি চাইলেই বন্ধ করতে পারে।তো চলুন জেনে নেওয়া যাক,কিভাবে আপনার ফোনে বিরক্তিকর বিঙ্গাপন ও প্রমোশনাল এসএমএস বন্ধ করবেন।
প্রথমে আপনি আপনার ফোনে বা ফ্রেসবুক থেকে আসা কোন বিঙ্গাপনে ক্লিক করবেন না,যেখানে সেখানে আপনার ফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করবেন না।
ফোনের সেটিংসে থেকে কিভাবে বিঙ্গাপন আসা বন্ধ করবেন:
- প্রথমে আপনি আপনার ফোনে সেটিংসে ক্লিক করেন।
- এরপর সেখানে থেকে গুগল অ্যাপস ক্লিক করেন।
- গুগল অ্যাস ওপেন করার পর সেখান থেকে অ্যাস অপশনে ক্লিক করুন।
- এরপর অ্যাডস পার্সোনালাইজড নামের অপশনটি অন করে দিন।
- এরপর ইওর অ্যাডভারটাইজড নামের অপশনটি রেসিট দিন।
- রিসেট করার পর অ্যাডভারটাইজড আইডি পরিবর্তন হয়ে যাবে,এতে করে বিঙ্গাপন আসা বন্ধ হবে।
ফোনের ব্রাউজার থেকে আসা বিঙ্গাপন বন্ধ করবেন যেভাবে :
- প্রথমে আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন।
- তারপর মাই অ্যাকটিভিটি নামের অপশনে ক্লিক কররে দেখতে পারবেন,ওয়েলকাম টু মাই অ্যাকটিভিটি নামের অপশন।
- তারপর উপরের তিন ডট থেকে অ্যাকটিভিটি কন্ট্রোল নামের অপশন দেখেত পারবেন।
- সেখানে গিয়ে অ্যাডস পারশোনাইজডস ইজ অন থাকলে অফ করে দেন।
- এরপর উপরে থ্রি ডট মেনু থেকে সেটিংসে ক্লিক করেন।
- এরপর সেটিংস থেকে কুকিজে গিয়ে থার্ড পার্টি কুকি বন্ধ করে দিলেই ফোনে বিরক্তিকর বিঙ্গাপন আসা বন্ধ হবে।
ফোনে প্রমোশনাল এসএমএস বন্ধ করবেন যেভাবে:
যদি দেখেন হঠাৎ করেই আপনার ফোনে প্রমোশনাল মেছেজ বেশি আসছে বা আগের থেকে বর্তমানে অনেক বেশি পরিমানে অফার দিয়ে থাকছে।তাহলে বুঝবেন এই গুলা থার্ড পাটি তাদের পন্য বিক্রির জন্য মেচেজগুলো দিয়ে থাকে।
তো আজকে আমরা জনবো কিভাবে ফোনে আসা Promotional Sms বন্ধ করতে হয়।
আপনি যদি গ্রামীনফোন ব্যবহার কে থাকেন এবং আপনি আরো কোন অফার বা প্রমোশনাল মেসেজ চান না তাহলে *১২১*১১০১# ডায়াল করে বন্ধ করতে পারেন।
আর যদি আপনি রবি বা এয়ারটেল ব্যবহার করেন তাহলে *৭# ডায়াল করে বন্ধ করতে পারেন।
বাংলালিংকে *১২১*৮*৬# ডায়াল করে বন্ধ করতে পারেন প্রমোশনাল মেসেজ গুলো।
১২১ কলে করে বন্ধ করতে পারেন টেলিটক থেকে আসা প্রমোশনাল মেসেজ।
S
o friends, that’s it for today. See you in another post. If you like the post then like and comment. Stay tuned to BdTec24.com for any updates.
Leave a Comment