বর্তমান যুগে ফেসবুককে চেনে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে।আমাদের দৈনন্দিন জীবনে একটা গুরত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। বর্তমানে ফেসবুকে সব বয়সী ব্যবহারকারী পাওয়া যায়।




 তবে অনেক সময় দেখা যায় শত্রুর কবলে পড়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় কিংবা হ্যাকিং এর শিকার হয়।  যদি কখনও এমন পরিস্থিতি শিকার হন তাহলে কী করবেন, তা জানবো আজকের এই পোষ্টে। তো চলুন  পোস্ট শুরু করা যাক।


পাসওয়ার্ড পরিবর্তন করা


image Credit: Google

এ ক্ষেত্রে আপনার প্রথম কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব , আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা। আর যদি দেখেন আপনার ফেসবুকের লগইন অবস্থাই না থাকে, তাহলে পাসওয়ার্ড রিসেট করতে আবেদন করুন, এক্ষেত্রে আপনার ফোন নাম্বার বা ই-মেইল অ্যাডেস দিয়ে খুব সহজেই পাসওয়ার্ড রিসেট করতে পারেন।


শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন



image credit :Google

আমরা অনেক ক্ষেত্রে আমাদের ফেসবুকের  অনেক দুর্বল পার্সওয়ার্ড নির্বাচন করি। এতে সহজেই হ্যাকার আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট  হ্যাক করে নিতে পারে। তাই পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে অবশই সর্তক থাকা উচিত। শক্তিশালী পাসওয়ার্ড বলতে. TbHgMX #99 এমন  পাসওয়ার্ড বেছে নেওয়া উচিত।


ডিভাইস/অ্যাকাউন্ট লগআউট করুন



image Credit :Wikihow

আপনার ফেসবুকের সিকিউরিটি অপশন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট  কোন ডিভাইস ও স্থানে লগইন করা আছে তার একটি তালিকা দেখা যায়। তালিকা থেকে কোনোটি যদি আপনার অপরিচিত বা সন্দেহজনক মনে হয়, তাহলে সেখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন।



দেখে নিন কোন কোন ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে।


প্রথমে আপনি আমার ফেসবুকে setting আপশনে ক্লিক করুন। নিচের ছবির মতো


তারপর See More তে ক্লিক করুন নিচের মতো,তারপর  Account Setting থেকে Password and Security তে ক্লিক করুন,নিচের মতো,

এরপর নিচের ছবির মতো দেখতে পারবেন। তারপর Security Checks থেকে where you are logged in তে ক্লিক করুন।


তারপর আপনি দেখতে পারবেন,আপনার অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে ও কোন স্থানে লগইন আছে।




ফেসবুকে অভিযোগ


আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাকড হয় তবে হ্যাকররা যদি আপনার নাম্বার ও মেইল অ্যাড্রেস চেঞ্জ  করে, তাহলে আপনি আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না। এক্ষেত্রে প্রথমে আপনি আপনার হ্যাকড বিষয়টি ফেসবুকে অভিযোগ করেন।


এজন্য নিচের লিংক থেকে www.facebook.com/hacked ঠিকানায় প্রবেশ করে My Account is compromised অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার অ্যাকউন্টে মোবাইল নাম্বার, ইমেইল, ব্যবহারকারীর নাম ও পূরাতন পাসওয়ার্ড দিয়ে একটি অভিযোগ জানাতে পারেন, অভিযোগ  জানানোর পর অ্যাকাউন্টটির মালিকানা যাচাইয়ের জন্য ২৪ থেকে ৪৮ ঘন্টা সময়  নিয়ে থাকে। সব তথ্য সঠিক  থাকলে  নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন।


ভুক্তভোগীর করনীয়:


আপনি যদি ফেসবুক হ্যাকের মাধ্যমে হয়রানি কিংবা বিড়ম্বনার শিকার হন দেরি না করে নিকটস্থ পুলিশকে অবহিত করুন অথবা জিডি বা মামলা করতে পারেন Cyberhelp@dmp.gov.bd এই ঠিকানায় সাইবার ক্রাইম  ইউনিটে অভিযোগ  করুন। সরাসরি হেল্পডেস্ক কথা বলতে পারেন ০১৭৬৯ ৫৯১৫২২ নাম্বারে।








Leave a Comment