ইউটিউবিং বা ফেসবুকে ঘুরাঘুরি করার পর হুট করে দেখলেন অপনার ফোনের চার্জ ৭০ পার্সেন্ট চার্জ কমে দেখলেন ১৯ নেমে এসেছে। কয়েকবার এমন হওয়াই বুঝলেন আপনার ফোনের হাটারি হয়ত নষ্ট হয়েছে। আপনি হয়ত এমনটা ভাবলেও, ঠিক কিন্তু এমন নয়। অনেক ক্ষেত্রে ব্যাটারি দ্রুত শেষ হওয়াই অনেক কারণ থাকে।


ফোনের কিছু সেটিং পরিবর্তনের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়। ফোনের ব্যাটারি মুলত কিছু প্রযুক্তিগত কারনে দ্রুত শেষ হয়ে যায়। ফোনের মাধ্যমে এই সেটিং গুলো বন্ধ করে দিলেই ব্যাটারির আয়ু বেড়ে যায়।


স্কিনের ব্রাইটনেস:



ব্যাটারি দ্রুেত শেষ হওয়ার প্রধান কারণ হলো এর ডিস্প্লে। তাই ডিসপ্লেন্সের আলো এমনভাবে সেট করুন যাতে করে আপনার চোখের জন্য আরামদায়ক ও ব্যাটারি  শেষ না হয়। অযথা ফোনের আলো বাড়িয়ে রাখা ঠিক না। প্রয়োজন হলে লক স্কিন এর টাইম ১৫ বা ৩০ সেকেন্ড করে দিন। এতে করে আপনার ফোনের ব্যাটারির আয়ু বেড়ে যায়।


ব্যাকগাউন্ডে অ্যাপ চালু করে রাখবেন না:



আমাদের মনের অজান্তেই ফোনের মধ্যে অনেক  অ্যাপ চাল থাকে।যা ফোনের ব্যাটারি নষ্ট করে। তাই  অ্যাপ ব্যবহারে সবসময় সর্তক থাকা উচিৎ যেন ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপ না চলে।


লোকেশন শিয়ারিং: 




গুগল ম্যাপের লোকেশন শিয়ারিং অপশনটি আপনার ফোনের ব্যাটারি শেষ করে দিতে পারে। তাই আপনার ফোনে যখন কোন অ্যাপ ইনস্টল করবেন তখন অ্যাপকে লোকেশন শিয়ার অপশন ব্যবহার করতে না দেওয়াই উচিত।


ব্যাটারি সেভার মুড অন রাখা:



বর্তমানে প্রায় সকল ফোনে এই অপশনটি পেয়ে থাকবেন। Realme, oppo, xiaomi, WALTON, Oneplus এমনকি নামিদামি সকল ব্যান্ডের ফোনেই এই অপশন থাকে, এই আপশনটির মাধ্যমে আপনি ফোনের ব্যাটারি সেভ করে রাখতে পারবেন। কিছু কিছু ফোনে একটি নির্দিষ্ট পার্সেন্ট চার্জ হলে অটোমেটিক ব্যাটারি সেভ মুড অন হয়ে যায়। ফোনে সেভার মুড অন করতে


Settings>Battery > Battery Saver.


ব্লুটুথ অফ করে রাখুন: 



দরকার ছাড়া অযথা ফোনের ব্লুটুথ অন করে রাখবেন না। এতে করে আপনার ফোনের ব্যাটারি শেষ হয়ে যেতে পারে। অনেক সময় প্রয়োজন হলে ব্লুটুথ অন রাখার পর অনেক সময় অফ করতে ভুলে যাই। এতে করে ব্লেটুথ ফোনের অতিরিক্ত চার্জ নিয়ে নেয়।  তাই প্রয়োজন শেষে ব্লুটুথ অফ করে রাখাই ভালো।

 ম্যানুয়ালি ব্লুটুথ অফ করতে।


Setting> Bluetooh > OFF


ডার্ক (Dark) মুড wallpaper ব্যবহার করা:

অধিক পিক্সেলের Wallpaper অধিক চার্জ নিয়ে থাকে। তাই আপানি যদি কম পিক্সেলের Wallpaper নিয়ে থাকেন তাহলে সেটি কম চার্জ গ্রহন করবে আর ব্যাটারি ঠিক থাকবে। গুগলে Dark mode wallpaper লিখে সার্চ করলে অনেক Wallpaper পাবেন।




ব্যাটারি সেভার অন করলে কী হয়: 


ব্যাটারি সেভার অন করলে ফোনের ব্লুটুথ, ওয়াইফাই, লোকেশন, ভাইব্রেশন,  ব্রাইটনেস কম রাখে। যখন আপনি ফোনের ব্যাটারি সেভার মুড অন করবেন তখন আপনার ফোনের সিস্টেম নিজে থেকে এইগুলা বন্ধ করে দেয়,এতে করে আপনার ফোনের ব্যাটারির আয়ু বেড়ে যায়।



ব্যাটারি সেভার এর জন্য কোন মোড ভালো:


ব্যাটারি সেভার মূলত ২ ধরনের  মুড ব্যবহৃত হয়ে থাকে।যথা:

  1. Battery Saver
  2. Super Battery Saver


আমি আপনাকে Battery Saver এই মোড ব্যবহার করতে বলবো।


কেন ব্যাটারি সেভার প্রয়োজন:


ব্যাটারি সেভার অপশনটি গুলত আপনার ফোনের ব্যাটারি আয়ু বাড়িয়ে থাকে। আপনি ধরুন কোথাও ঘুরুতে  গেছেন, সেখানে বিদ্যুৎ বা কোন কিছু নেই, আর আপনার ফোনের চার্জ এ-৩৫% এই অবস্থায় আপনি ব্যাটারি সেভার অপশনটি চালু করলে কিছুটা সময় আপনার ফোন অন থাকবে।







Leave a Comment