আজ ২৪শে জুন ২০২৫ প্রথমবারের মতো দেশে চালু হলো অনলাইন পেমেন্টের সবচেয়ে বড় মাধ্যম Google Pay বর্তমানে শুধুমাত্র সিটি ব্যাংকের কার্ডধারীরা (ভিসা ও মাস্টারকার্ড) ব্যবহার করতে পারবে। অথ্যাৎ যারা সিটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে তারাই এখন থেকে গুগল পে এর মাধ্যমে দেশে বিদেশে কেনাকাটা ও লেনদেন করতে পারবে।
বিশ্বে অনেক ব্যবহৃত এই গুগল পে ডিজিটাল ওয়ালেট মূলত স্মার্টফোনের দ্রুত পেমেন্টের জন্য পরিচিত।কিন্তু এতদিন এইসেবা চালু ছিল না বাংলাদেশে। সিটি ব্যাংকের মাধ্যমে এই সেবা চালু হয়, যা দেশের একটি বড় অগ্রগতি হয় ডিজিটাল লেনদেনে।
সিটি ব্যাংক জানিয়েছে, তাদের গ্রাহকরা এখন হাতে থাকা Android ফোনে গুগল পে ইনস্টল করে সিটি ব্যাংকের কার্ড সংযুক্ত করতে পারবে।এরপর NFC এর মাধ্যমে যেকোন দোকানে Tap and pay করতে পারবে।তাছাড়া অনলাইনে পেমেন্ট, সাবক্রিপশনসহ বিভিন্ন কাজ করতে পারবে এখন গুগল পে ব্যবহার করে।
গুগল পে কীভাবে কাজ করে?
গুগল পে মূলত একটি মোবাইল পেমেন্ট ও ডিজিটাল পেমেন্ট গেটওয়ে যা গুগল দ্বারা পরিচালিত। ব্যবহারকারী তাদের ব্যাংকে ব্যবহৃত ভিসা বা মাস্টার কার্ড গুগল পে অ্যাপে সংযুক্ত করে এনএফসি প্রযুক্তির মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারবে। এই পেমেন্টের সময় ব্যবহারকারীর মূল অ্যাকাউন্ট, থেকে পেমেন্ট না, হয়ে ভার্চুয়াল অ্যাকাউন্টে মাধ্যমে পেমেন্ট হয় তাই নিরাপত্তা থাকে নিশ্চিত।
যেভাবে গুগল পে অ্যাপ ব্যবহার করবেন?
গুগল পে আপাতত সিটি ব্যাংকের কার্ডধারীরা গুগল পে সুবিধাটি গ্রহণ করছে । সিটি ব্যাংকের গ্রাহক তাদের কার্ড গুগল পে-তে যুক্ত করতে চান,তারা নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- আপানার ফোনে গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকে গুগল পে অ্যাপ ডাউনলোড করুন।
- অ্যাপটি অপেন হলে Add A Card অপশনে ক্লিক করুন।
- তারপর আপনার ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য যুক্ত করুন।
- তারপর তথ্য দেওয়া শেষ হলে, এখন ভেরিফিকশন করতে বলা হবে ভেরিফিকশন সম্পন্ন হলে আপনার ফোন দিয়ে এখন পেমেন্ট করতে পারবেন।
Note:
গুগল পে ব্যবহার সংকান্ত যেকোন সমস্যায় সিটি ব্যাংক ২৪/৭ গ্রাহক সেবা দেবে।
Video:যেভাবে গুগল পে ব্যবহার করবেন ।
যা জানা প্রয়োজন:
- গুগল পে ব্যবহার এর জন্য একটি অ্যান্ড্রয়েড ফোন ও এনএফসি ফিচারযুক্ত ডিভাইস প্রয়োজন।
- বর্তমানে শুধুমাত্র সিটি ব্যাংক গুগল পে সুবিধা দিচ্ছে।
- আন্তজার্তিক মানের এই পেমেন্ট সেবা চালু হবার পরও অনেক দোকান বা প্রতিষ্ঠান এনএসকি ভিত্তিক পেমেন্ট গ্রহনে প্রস্তুত নয়।
গুগল পে এর সুবিধা কি কি?
ঝামেলাবিহীন লেনদেন; টাকা পাঠাতে বা পেতে ব্যাংকে যাওয়ার কোন প্রয়োজন নেই।
দ্রুত ট্রান্সফার: গুগল পে এর মাধ্যমে কয়েক সেকেন্ডেই টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায়।
ইউটিলিটি বিল পেমেন্টঃ খুব সহজেই বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, বিল পরিশোধসহ মোবাইল রিচার্জও করা যায় গুগল পে এর মাধ্যমে।
টাকা হারানোর ভয় নেই: অনেকেই পকেটে টাকা রাখে যাতে করে ছিনতাই এর শিকার হন কিন্তু গুগল পে ব্যবহারে টাকা হারানোর বা ছিনতাই এর ভয় থাকে না।
ব্যবসার জন্য সুবিধাঃ- বড় বা ছোট দোকানদার খুব সহজেই কিউআর কোড সেটআপ করে পেমেন্ট নিতে পারেন। এতে করে সময়ও বাঁচবে আর হিসাবের ভুলও হবে না।
Leave a Comment